• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝিনাইদহের নদ-নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৪
ঝিনাইদহ প্রতিনিধি

নদী বাঁচাও, ঝিনাইদহ বাঁচাও শ্লোগান নিয়ে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলো দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজনে করে পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ জেলা কমিটি।

সম্পর্কিত খবর

    এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সংগঠনের নেতাকর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

    এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, জেলার নদ নদীগুলো একের পর এক দখলে পড়ে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। বার বার এগলো দখলমুক্ত করে খননের জন্য প্রশাসনের কাছে দাবি জানালেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই সরকারের কাছে দাবি যেন অচিরেই নদীগুলো যেন দখলমুক্ত করে খনন করা হয়।

    পরে জেলা প্রশাসকের কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close