• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুলাউড়ায় ২২৫৮ চা-শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০১
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ২হাজার ২শত ৫৮ টি চা-শ্রমিক পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যেই অনেক পরিবারকে এ অনুদান দেওয়া হয়েছে। প্রথম ধাপে আর্থিক অনুদান দেওয়া হয় গাজীপুর চা বাগানের ১৬০ চা-শ্রমিক পরিবারকে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চা-শ্রমিকদের মধ্যে এ অনুদান বিতরণ শুরু করে।

সম্পর্কিত খবর

    গাজীপুর চা বাগানের মন্দিরের সামনে অনুদানের চেক বিতরণ করেন কুলাউড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: সাদিউর রহিম জাদিদ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমাজসেবা অফিসার মো: নুরুল মাহমুদ ভূইয়া, গাজীপুর চা বাগানের ম্যানেজার কাজল মাহমুদ প্রমুখ।

    কুলাউড়া উপজেলা সমাজসেবা অফিসার মো: নুরুল মাহমুদ ভূইয়া জানান, ‘প্রথম ধাপে ১৬০ চা-শ্রমিক পরিবারকে এ অনুদান দেওয়া হয়েছে। পর্যাক্রমে আরও ১৮টি চা বাগানে আর্থিক অনুদান দেওয়া হবে। মোট ১৯টি বাগানের ২হাজার ২শত ৫৮ চা-শ্রমিক পরিবারকে মোট ১ কোট ১২ লক্ষ ৯০ হাজার টাকা বিতরণ করা হবে।’

    পিবিডি/আর-এইচ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close