• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‌‌‌‌'রোহিঙ্গা ইস্যু একা মায়ানমারের সমস্যা নয়'

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ১৯:২৬
আন্তর্জাতিক ডেস্ক

মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের বিষয়টি শুধুমাত্র মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।অস্ট্রেলিয়ার সিডনিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা চুক্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে নাজিব রাজাক একথা বলেন।এই সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে বিক্ষোভের কারণগুলো চিহ্নিত করা হয়েছে।১০টি দেশ এ সম্মেলনে যোগ দিয়েছে। এ সম্মেলনের আয়োজন করেছে অস্ট্রেলিয়া।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে বিতাড়ণের মূল লক্ষ্যই হচ্ছে আইএস সন্ত্রাসীদের মত মৌলবাদ সৃষ্টি করা। মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গিদের পতনের পর ফের এধরনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এমন ধারণার মধ্যে সিডনিতে এধরনের সম্মেলনে সদস্য দেশগুলো সন্ত্রাস প্রতিরোধে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

সম্পর্কিত খবর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close