• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খাশোগি নিখোঁজের ঘটনায় কথা বললেন সৌদি আরবের শীর্ষ নেতারা

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৬:২৪ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৬:৩১
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি সাংবাদিক খাশোগি নিখোঁজের ঘটনায় দেশটির ওপর ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কথা বললেন সৌদি আরবের শীর্ষ নেতারা।

সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে দেশটির শীর্ষ নেতারা বলেন, ‘যদি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। কোনো ধমক ও মিথ্যা অভিযোগ আমাদের চুলও নাড়াতে পারবে না।’

সম্পর্কিত খবর

    বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অর্থনীতির সাথে সৌদি আরবের অর্থনীতি জড়িত। কারন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর ও সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে সৌদি আরব। সুতরাং রাজনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা কোন ধরনের মিথ্যা অভিযোগ সহ্য করা হবে না। তাছাড়া এ ধরণের অভিযোগ সৌদি আরবের অবস্থান ও মর্যাদায় কোনো প্রভাব ফেলবে না।

    উল্লেখ্য, প্রেসকে দেওয়া বিবৃতিতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজেরও স্বাক্ষর রয়েছে। এর আগে খাশোগি নিখোঁজের বিষয়ে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বলেন, আমরাও এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আগ্রহী। তবে কিছু গণমাধ্যম মিথ্যা প্রতিবেদন করছে। এগুলো সৌদি আরবের বিরুদ্ধে মিথ্যাচার।

    -এসএমএ

    সৌদি আরবের শীর্ষ নেতা,জামাল খাশোগি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close