• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খাশোগির মরদেহের সন্ধানে তুরস্কের পুলিশ

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৮, ১৭:২০
আন্তর্জাতিক ডেস্ক

ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ও হত্যা নিয়ে আন্তর্জাতিক ভাবে বিতর্কের ঝড় বইছে। তুরস্কের অনুসন্ধানের প্রতিবেদন থেকে ধারনা করা হচ্ছে খাশোগির মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। তুরস্কের পুলিশ খাশোগির মরদেহের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হলেও এখনো কোনো মৃতদেহের সন্ধান পায়নি তারা। তবে তৎপর ভাবে তল্লাশির কাজ চালাচ্ছে তুরস্ক পুলিশ।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, গত ২ অক্টোবর ব্যক্তিগত কাজে তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটে প্রবেশের পর সাংবাদিক জামাল খাশোগির আর কোন খবর পাওয়া যায়নি। তুরস্কের অনুসন্ধান অনুযায়ী বলা হচ্ছে কনস্যুলেটের মধ্যেই তাকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে অংশ নেয়া ১৫ জনের ছবিও প্রকাশ করেছে দেশটির নানা সংবাদমাধ্যম। অপরদিকে এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ কিছুই জানে না বলে দাবি করছে।

    -এসএমএ

    জামাল খাশোগি,নিখোঁজ ও হত্যা,মৃতদেহের সন্ধান,মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close