• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইবির মেধাবী ছাত্রী সামিহা বাঁচতে চায়

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৭, ১৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দূরারোগ্য ক্লোন ক্যান্সারে আক্রন্ত সামিহা সুলতানা বাঁচতে চায়। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স চূড়ান্ত বর্ষের মেধাবী (১ম শ্রেনীতে ২য়) ছাত্রী। ভারতের ভেলরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। তাই সামিহার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

সামিহা সুলতানা ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দনগর গ্রামের মো. বাদশা আলমের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ভেলরের সিএমসি হাসপাতালে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তার চিকিৎসা বাবদ আরো ১৫ লাখ টাকা প্রয়োজন। যেটি তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা যদি তার চিকিৎসার্থে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় তবে সে নতুন জীবন নিয়ে আবার পড়ালেখা করতে পারবে।

সম্পর্কিত খবর

    সামিহা সুলতানাকে সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নম্বর-২০১০০৯৯৪৭ সোনালী ব্যাংক শেখপাড়া শাখা, ঝিনাইদহ। সঞ্চয়ী হিসাব নম্বর- ১৯৩১০৩৪৫৮৪০ ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, যশোর শাখা। বিকাশ নম্বর-০১৯০৫-৪৪৭৮৩৪ (ব্যক্তিগত)।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close