• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কম্পিউটার সোসাইটির নির্বাচনে মাভাবিপ্রবি’র দুই শিক্ষার্থী

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:১০
তপু আহম্মেদ, টাঙ্গাইল

বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিষয়ক পেশাজীবীদের বৃহত্তম রেজিস্টার্ড সংগঠন “বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)”-এর ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

তারা হলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ হাসান বখতিয়ার ও একই বিভাগের প ম ব্যাচের শিক্ষার্থী শেখ ফরিদ উদ্দিন তুষার।

সম্পর্কিত খবর

    এ নির্বাচন আগামী ২২ ডিসেম্বর ঢাকার আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    চারটি পরিপূর্ণ প্যানেলসহ একাধিক সতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। এতে মোঃ হাসান বখতিয়ার তরুন আইসিটি পেশাজীবীদের প্যানেল “রেড প্যানেল”-এ অর্ন্তভুক্ত হয়ে যুগ্ম সম্পাদক (অর্থ) পদে এবং শেখ ফরিদ উদ্দিন তুষার একই প্যানেলে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছে।

    এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে যুগ্ম সম্পাদক (অর্থ) পদে প্রতিদ্বন্ধিতাকারী মোঃ হাসান বখতিয়ার বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট সকল পেশাজীবীদের নিয়ে কাজ করতে চাই।

    তিনি বলেন, এখন তরুনদের সময়। আমরাই পারবো আইসিটি পেশাজীবীদের সকল অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখতে।

    কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতাকারী শেখ ফরিদ উদ্দিন তুষার বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছি। নির্বাচিত হলে, ইসতেহারে ঘোষিত উদ্দেশ্যসমুহ বাস্তবায়ন করবো এবং সকলকে সাথে নিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

    উল্লেখ্য, বর্তমানে মোঃ হাসান বখতিয়ার ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং-এ প্রোগ্রামার হিসেবে এবং শেখ ফরিদ উদ্দিন তুষার “সেভ দ্যা চিল্ড্রেন ইন্টারনেশনাল”-এ আইসিটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close