• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মহান বিজয় দিবসে জাজের ‘স্বাধীনতা’

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৪
বিনোদন ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া মহান বিজয় দিবস উপলক্ষে একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার মান রক্ষায় উদ্বুদ্ধ করতে জাজ মাল্টিমিডিয়া টিম নির্মাণ করেছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ইউটিউবে প্রকাশ হয় স্বাধীনতা শীর্ষক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

গল্পটি আবর্তিত হয়েছে চলচ্চিত্রকে ঘিরেই। সিনেমা হলে প্রত্যেকটি চলচ্চিত্র প্রদর্শনের শুরুতে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। পর্দায় তখন উড়তে থাকে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা। এই সময়ে প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান জাতীয় সংগীত ও পতাকার প্রতি।

সম্পর্কিত খবর

    কিন্তু অনেকেই জাতীয় সংগীত চলাকালীন সময়ে দাঁড়ান না। বিষয়টি নৈতিকভাবে যেমন বেমানান, তেমনি দেশের প্রতিও অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই বিষয়ে দর্শকমনে সচেতনতা সৃষ্টিতে জাজ টিমের স্বাধীনতা ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা। রোমিম রায়হানের ভাবনা ও রচনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক।

    জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র এবং লাল সবুজের একটি পতাকা। এই পতাকার সন্মান অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close