• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিল্পকলায় শুরু হচ্ছে শিশুনাট্য কর্মশালা এবং শিশু চলচ্চিত্র উৎসব

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৯
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘পিপলস ফিল্ম সোসাইটি’ আয়োজন করছে দুইদিন ব্যাপী ‘শিশু চলচ্চিত্র উৎসব ২০৮’। আগামী ২১-২২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিতব্য এই উৎসবে থাকছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, সিনেমা নির্মাণের গল্প এবং চলচ্চিত্র প্রদর্শনী।

কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন মো: আবিদ মল্লিক ও হায়দার রিজভী। নিজেদের সিনেমা নির্মাণের গল্প বলার জন্য উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং শামীম আখতার। প্রতিদিন ৩টা থেকে প্রদর্শিত হবে শিশুতোষ ও শিশু নির্মাতাদের নির্বাচিত চলচ্চিত্র। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, উপস্থিত থাকবেন ‘পিপলস ফিল্ম সোসাইটি’র প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সম্পর্কিত খবর

    ২১ তারিখে প্রদর্শিত হবে সৈয়দা আবয়ার জ্বোহা দ্রাহার ‘দ্যা রেজাল্ট’, মোঃ শরীফুল ইসলাম শামীমের ‘কিশোরীর হাত’, রাজু আহমেদ রানক ও দেওয়ান সানজিদুল আরাফাতের ‘বাঁশের খেলনা’, তারেক আজিজ নিশকের ‘সমান্তরাল যাত্রা’, সুমনা সিদ্দিকী’র ‘মাধো’ এবং মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’।

    ২২ সেপ্টেম্বর, বিকাল ৩টা থেকে প্রদর্শিত হবে শরীফুল ইসলাম শামীমের ‘ছোট বন্ধু’, নিশাত তাসনীম ঐশীর ‘তোমার জন্য’, নহিদা হাসানাত ও সিফাতুল ইহসান অপূর্বর ‘বাক্সবন্দি’, মো: মাসুদের ‘কাগজের নৌকা’, রহমান লেলিনের ‘মন ফড়িং’, মো: আবিদ মল্লিকের ‘এ লিটল রেড কার’, লুসি তৃপ্তি গোমেজের ‘ডাকঘর’ এবং প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’।

    উল্লেখ্য, ১২-১৫ বছর বয়সী শিশুরা কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণে ইচ্ছুক শিশু বা তার অভিভাবকগণকে ০১৬৮৩৯৫৮৯৯৬ নম্বরে ফোন করে অথবা ইমেইলের মাধ্যমে [email protected] যোগাযোগ করতে হবে। চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

    এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং পিপলস থিয়েটার এসোসিয়েশন এর ব্যাবস্থাপনায় আগামি ২১ ও ২২ সেপ্টেম্বর ২০১৮ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল, সেমিনার কক্ষ এবং ১ ও ২ নং মহড়া কক্ষে শিশুনাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শিশুবন্ধু লিয়াকত আলী লাকী।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close