• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মধুগুঞ্জনে শিল্পী রফিকুল আলম

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ১৭:০৯
বিনোদন প্রতিবেদক

শিল্পী রফিকুল আলম সত্তরের দশক থেকে গানের জগতের সাথে যুক্ত রয়েছেন। ১৯৬৭ সালের দিকে রাজশাহী বেতার কেন্দ্রে প্রথম গান করেন তিনি। পরবর্তীতে গানের জন্যই ঢাকায় চলে আসেন। কলেজে পড়াকালীন যুক্ত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের জন্যেও প্লেব্যাক করেছেন তিনি।

আজ এটিএন বাংলায় প্রচার হয়েছে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ নিবেদিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’। অনুষ্ঠানের এ পর্বে অংশগ্রহন করেছেন বাংলাদেশের সনামধন্য সঙ্গীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কন্ঠযোদ্ধা রফিকুল আলম।

মধুগুঞ্জন অনুষ্ঠানে উপস্থাপিকা ড. লিনা তাপসীর সাথে তাঁর সঙ্গীত জীবনের নানান বিষয় উপস্থাপন করেছেন। এছাড়াও অনুষ্ঠানে রয়েছে তার কন্ঠে তিনটি জনপ্রিয় গান। গান তিনটি হলো এস এম হেদায়েত এর কথা এবং লাকি আখন্দ এর সুরে ‘তোমাকে যেন ভুলে না যাই’, আবদুল হাই আল হাদীর কথা এবং আলাউদ্দিন আলীর সুরে ‘এক হৃদয় হীনার কাছে’ এবং নদের চাঁদ ছবির ‘দয়াল কি সুখ তুমি পাও’।

প্রসঙ্গত, কাজলী আহমেদ এর পরিচালনায় সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’ পাক্ষিকভাবে সোমবার প্রচারিত হয় এটিএন বাংলায় ।

/এ আই

এটিএন বাংলা,রফিকুল আলম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close