• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কিছুটা সহনশীলতা তবে কি আশা করতে পারি?

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:১০
মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: সংগৃহীত।

গত কিছুদিন ইয়াং এজ রোমান্টিক মুডে আছি। একটা কাজের প্রয়োজনে অবশ্য। অন আ ডিফরেন্ট নোট, গত কাল থেকে একটু পত্রিকা দেখার সময় পাইলাম। চোখ বুলাইয়া নিলাম কারা দেশ পরিচালনার দায়িত্ব পাইলেন সেই তালিকার উপর। কিছু কিছু নাম বাদ পড়াটা অবশ্যই ভালো খবর। কিছু নাম না দেখে একটু অবাক হইছি, মনে হইছে কিছু সিনিয়র থাকতে পারতেন। আমি যে জগতের সেখানকার মানুষের অনুপস্থিতিটা একটু চোখে লাগছে।

তবে ভালো লাগলো, অনেক ইয়াং ব্লাড দেখে। অনভিজ্ঞতার কিছু ঝুঁকি থাকলেও এর সৌন্দর্য হলো, অনভিজ্ঞ মন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, নতুন রাস্তায় হাঁটতে পারে।

তবে কি আমরা কিছুটা পরিবর্তন আশা করতে পারি রাজনৈতিক আবহাওয়াতেও, কিছুটা সহনশীলতা?

পিবিডি/ হাসনাত

সহনশীলতা,মোস্তফা সরয়ার ফারুকী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close