• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সবচেয়ে পাতলা কনভার্টিবল ল্যাপটপ

প্রকাশ:  ২০ মার্চ ২০১৮, ১১:৩৭ | আপডেট : ২০ মার্চ ২০১৮, ১১:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

আসুস আনলো বিশ্বের সবচেয়ে পাতলা কনভার্টিবল ল্যাপটপ। ফ্লিপবুক সিরিজের এই ল্যাপটপটির মডেল আসুস জেনবুক ফ্লিপবুক এস ইউএক্স৩৭০।

সম্প্রতি ভারতের বাজারে ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে আসুস। দেশটির বাজারে ল্যাপটপটির মূল্য ১ লাখ ৩০ হাজার ৯৯০ রুপি।

সম্পর্কিত খবর

    পাতলা এই ল্যাপটপটির পুরুত্ব ১১.২ মিলিমিটার। ওজন ১.১ কেজি।

    আসুস দাবি করছে ফ্লিপবুক এস আকর্ষণীয় ডিজাইনে তৈরি পাতলা কনভার্টিবল ল্যাপটপ। একই সঙ্গে এটি শক্তিশালী নোটবুকও।

    এস ইউএক্স৩৭০ মডেলের এই ল্যাপটপটিতে আছে ১৩.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লেতে আসুস পেন সমর্থন করে।

    এতে আছে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই সেভেন ৮৫৫০ইউ প্রসেসর। ১৬ জিবি র‌্যামের ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।

    এরগোনমিক ব্যাকলিট কি-বোর্ড সমৃদ্ধ ল্যাপটপটিতে ফুল সাইজ কি এবং পিসিশন টাচ প্যাড ব্যবহার করা হয়েছে।

    এতে কানেকটিভিটির জন্য রয়েছে এইচডিএমআই পোর্টস, ইউএসবি ৩.১ পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট। ব্যাকআপের জন্য এতে ৩৯ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close