• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইতিহাসের এই দিনে: ৬ জুলাই

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৮, ১৩:৪৪
ফিচার ডেস্ক

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছেঅনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছে পূর্ব পশ্চিম বিডি। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা জেনে নিন:

আজ ৬ জুলাই ২০১৮, শুক্রবার, ২২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৭ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

ঘটনাবলী

১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।

১৮৮৫ - বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টীকা আবিস্কার করেন।

১৮৯২ - দাদাভাই নওরোজজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।

১৯১৯ - বিশ্বের প্রথম বিমান (ব্রিটিশ আর-৩৪) আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।

১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।

১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।

জন্মদিন

টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস (১৭৮১ - ১৮২৬)

টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস একজন ব্রিটিশ রাজনীতিবিদ, যিনি ব্রিটিশ জাভা লেফটেন্যান্ট গভর্নর এবং বেনকোলেনের গভর্নর জেনারেল ছিলেন। আধুনিক সিঙ্গাপুর প্রতিষ্ঠার জন্য তিনি বিশ্বের সকলের কাছে সুপরিচিত।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (১৯০১ - ১৯৫৩)

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী একজন ভারতীয় পন্ডিত ও জাতীয়তাবাদী নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জী প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন করেন। শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। তিনি জওহরলাল নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন।

মৃত্যুবার্ষিকী

জর্জ সাইমন ওহম (১৭৮৯ - ১৮৫৪)

জর্জ সাইমন ওহম বা গেয়র্গ সিমোন ওহম ছিলেন জার্মান পদার্থ বিজ্ঞানী ও গণিতবিদ। ১৮২৬ সালে তিনি ও`মের সূত্র আবিষ্কার করেন।

গি দ্য মোপাসঁ (১৮৫০ - ১৮৯৩)

গি দ্য মোপাসঁ একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক। মাত্র এক দশক সাহিত্যচর্চার সুযোগ পান মোপাসঁ, এই সংক্ষিপ্ত সময়ে তিনি তিনশ` ছোট গল্প, ছয়টি উপন্যাস, বেশ কিছু কবিতা এবং তিনটি ভ্রমণকাহিনী লেখেন। দুর্ভাগ্যবশত তারুণ্যের শুরুতেই তিনি সিফিলিস রোগে আক্রান্ত হন, যা তাঁকে ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ্া

ইতিহাস,লুই পাস্তুর,আটলান্টিক,মিশর,রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close