• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিধানসভা নির্বাচন

বিজেপি ভয়ে আছে: রাহুল

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ০২:০২
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ আজ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, এ নির্বাচন নিয়ে ভয়ে আছে ক্ষমতাসীন দল বিজেপি।

দ্বিতীয় পর্বে ৯৩টি আসনে লড়াই হবে। এতে ৮৫১ প্রার্থী প্রতিযোগিতা করছেন। তাদের মধ্যে ৮২২ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

    গত শনিবার প্রথম পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন ৮৯ আসনে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯৭৭ প্রার্থী। মোট ভোটারের ৬৮ শতাংশ ভোট পড়ে প্রথম পর্বে, যা ২০১২ সালের চেয়ে কম।

    গুজরাটের বিধানসভায় আসন ১৮২ প্রথম পর্বের ভোটগ্রহণের পর বিরোধী দল কংগ্রেস দাবি তোলে, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিম) জালিয়াতি হয়েছে।

    আর মঙ্গলবার গুজরাটের নিউজ চ্যানেল জিএসটিভিকে দলটির নতুন সভাপতি রাহুল বলেন, বিজেপি এ নির্বাচন নিয়ে ভীত-সন্ত্রস্ত।

    ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯৯৮ সাল থেকে এ রাজ্য শাসন করে আসছে। গুজরাট হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য। তিনি ১২ বছরের বেশি সময় ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দুই পর্বের ভোট শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close