• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউজিসির ভুয়া চেয়ারম্যান থেকে সাবধান

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৭, ১৮:২৫
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন মহল থেকে টাকা দাবি করা হচ্ছে। এ বিষয়ে সাবধানতা জারি করে মঙ্গলবার গণমাধ্যমে সর্তক বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ইউজিসির চেয়ারম্যানের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের কাছে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে। এ অর্থ দিয়ে চেয়ারম্যানের আত্মীয়-স্বজনের চিকিৎসা করা হবে বলা হচ্ছে। কোন এক অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে চেয়ারম্যান দাবি করে উল্লেখিত নম্বর (০১৭২৩৮৫২৮৫৭) থেকে ফোন করে অর্থ দাবি করছে।

সম্পর্কিত খবর

    বলা হয়েছে— ফোন করে অর্থ চাওয়ার বিষয়টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গলবার ইউজিসেতে অবহিত করে। এর পরেই ইউজিসি সকলকে সতর্ক করতে সর্তকবার্তা জারি করে।

    তাতে বলা হয়, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এতে ইউজিসি চেয়ারম্যান এবং কমিশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। কমিশনের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীর নামে কোন বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক বা অন্যকোনো ধরনের সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে অবহিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close