• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের মানুষ কি চায় আওয়ামী লীগ জানে না: মওদুদ

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ১৭:২৪
নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ কী চায় আওয়ামী লীগ তা জানে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের দেয়া ১১ দফা প্রস্তাবে জনগণের আশা-আকঙ্ক্ষার কোনও প্রতিফলন হয়নি। যে যাই বলুক গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে মাঠে থাকতে হবে। ভোটের লড়াইয়ে জয় ছিনিয়ে আনতে হবে।

সম্পর্কিত খবর

    বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে অপেক্ষমান দলীয় নেতাকর্মীদের ভিড়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মওদুদ।

    মওদুদ বলেন, মানুষের ভোটাদিকারে নিশ্চিত করতে খুব তাড়াতাড়ি বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রুপরেখা দেবেন।

    তিনি বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি কাল আদালতে যাবেন।

    প্রধান বিচারপতি নিয়ে মওদুদ বলেন, তিনি (প্রধান বিচারপতি) কোনো ব্যাক্তি নন, একজন বিচারক। কিন্তু আমাদের লজ্জার বিষয় এ সরকার তাকে দেশ ছাড়া করেছেন।

    মওদুদ বলেন, দেশের মানুষ কী চায় আওয়ামী লীগ জানে না। তাই তারা আজ ইসিকে বলেছেন তাদের অধিনেই নির্বাচন হবে। সরকার যেন তেনো উপায়ে ক্ষমতা দখল করতে চায় বলেও জানান।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close