• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাইকোর্টে ক্ষমা চাইলেন সেই এডিসি

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:০৯ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক

নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন লক্ষ্মীপুরের সেই জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলাম ও সাজা প্রদানকারী নির্বাহী হাকিম (ম্যাজিষ্ট্রেট) মো. নুরুজ্জামান। লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিনকে সাজা দেয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ক্ষমা চাইলেন এডিসি।

বুধবার সকালে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তারা ক্ষমা প্রার্থনা করেন বলে জানা যায়। আদালতে এডিসির পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং নির্বাহী হাকিমের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুয়ায়ন আবেদন দাখিল করেন। এসময় তারা বলেন, ‘আমরা এ ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, আমাদের মাফ করে দেবেন।’

সম্পর্কিত খবর

    গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসন পরিচালিত শহরের কাকলি স্কুলের প্রবেশপথে আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও ডা. সালাহ উদ্দিন শরীফের বড় ছেলে মিনহাজের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ডা. সালাহ উদ্দিন এগিয়ে এসে পরিচয় জানতে চান। কিন্তু এডিসি পরিচয় না দিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

    পরবর্তীতে পুলিশ ডেকে চিকিৎসককে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সালাহ উদ্দিন শরীফকে।

    কেকে বিচারক শৃঙ্খলা বিধি সংক্রান্ত আদেশ ২ জানুয়ারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close