• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি কীভাবে নির্বাচন করবে

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ০২:২০
পূর্বপশ্চিম ডেস্ক

ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত বিএনপি কীভাবে আগামী নির্বাচনে অংশ নেবে, জানতে চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিদেশি কূটনীতিকরা বলছেন, বিএনপির নির্বাচন করা উচিত। দায়িত্বশীল সংবাদপত্রগুলোরও একই মত।

কিন্তু তারা এ কথা বলছেন না, নির্বাচনে যেতে ন্যূনতম যে অধিকার থাকা উচিত, সেটি থেকে বিরোধী দলগুলো বঞ্চিত। নির্বাচন কীভাবে করবে তারা বুঝিয়ে বলেন না। বিএনপি তো নির্বাচনে যেতে চায়।

সম্পর্কিত খবর

    গতকাল জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই সভা করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আযম খান, মীর নেওয়াজ আলী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। মওদুদ বলেন, ৭৮ হাজার মামলায় ১১ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নেত্রীসহ হাজার হাজার নেতাকর্মী জেলখানায়।

    কোনো ঘরোয়া কর্মসূচি করতে দেওয়া হয় না। সরকার বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। এ সময় খালেদা জিয়ার জামিনপ্রাপ্তির প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেই স্বাধীনতা সরকার ছিনিয়ে নিয়েছে নানা কলাকৌশলে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close