• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকায় সমাবেশ ২৬ এপ্রিল

দুই সিটিতে আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করবে ১৪ দল

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৮, ০০:৩৬ | আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ০০:৪৩
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোট ১৪ দলীয় জোট।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জোটের মুখপাত্র, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। শরিক দলগুলোর কোথাও প্রার্থী থাকলে তা প্রত্যাহার করে নেবে।

সম্পর্কিত খবর

    দুই সিটিতে ভোটাররা নৌকার প্রার্থীকে বিজয়ী করবে বলে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু সিটি করপোরেশনের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে জয় করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’

    মোহাম্মদ নাসিম জানান, সভায় সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আগামী ২৬ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৪ দলের সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    ১৪ দলের এই মুখপাত্র বলেন, শেখ হাসিনার সাহস, ধৈর্য্য ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইমস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পাওয়ায় তাকে ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শুধু শেখ হাসিনা সম্মানিত হননি, সম্মানিত হয়েছে দেশ ও জাতি। তিনি (শেখ হাসিনা) আমাদের বারবার সম্মানিত করেছেন। দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছেন। যোগ্য নেতৃত্বে আজ সাহসী নেতৃত্ব উপাধি পেয়েছেন।’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুর বশর মাইজফান্ডারী, জাসদের শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close