• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আজ খালেদার তিন মামলায় আদেশ, দুটিতে শুনানি

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ১০:০৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় জামিন আবেদেনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেয়া হবে আজ সোমবার। এছাড়াও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া ও ভুয়া জন্মদিন পালনের দুই মামলায় জামিন আবেদন আদালতের কার্যতালিকায় রয়েছে।

কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের এবং নড়াইলে মানহানির মামলা তিনটি কার্যতালিকায় আদেশের জন্য ১, ২ ও ৩ নম্বরে রয়েছে।

যুদ্ধাপরাধীদের মদদ ও ভুয়া জন্মদিন পালনের দুই মামলা কার্যতালিকায় আদেশের জন্য ১৮২ ও ১৮৩ নম্বরে রয়েছে।

রোববার (২৭ মে) কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২২ ও ২৩ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। এখন কুমিল্লার নাশকতার মামলা ও নড়াইলে মানহানির মামলায় শুনানি শেষ হলে আদালত জামিন বিষয়ে আদেশ দেবেন।

/এসএম

খালেদা,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close