• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেষ ষোল’র লক্ষ্যে লড়ছে জাপান-সেনেগাল

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ২১:১১
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে মাঠে নেমেছে এশিয়ার পরাশক্তি জাপান ও সেনেগাল। দু'দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে।

রোববার (২৪ জুন) রাত ৯টায় রাশিয়ার একাতেরিনবুর্গ এরিনা স্টেডিয়ামে লড়ছে দুই দল।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দারুণ ফুটবলশৈলী দিয়ে প্রথম ম্যাচে চমকে দিয়েছে সেনেগাল ও জাপান। গ্রুপের অপর দুই দল কলম্বিয়া ও পোল্যান্ড শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও দু’দলই হেরেছে তুলনামূলক কম শক্তির এ দেশ দু'টির কাছে।

দুই দলেরই দ্বিতীয় এ ম্যাচটি আজ ভূমিকা রাখবে নিজেদের নক আউট নিশ্চিতের। সে বিবেচনায় ম্যাচটি যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা অনুমান করাই যায়।

জাপান একাদশ এইকাওয়াশিমা, জেন শোজি, ইয়ুতো নাগাতোমো, গাকু শিবাসাকি, গেংকি হারাগুচি, শিনজি ওকাজাকি, তাকাশি ইনুয়ি, ইয়ুইয়া ওসাকো, মাকোতো হাসিবে, হিরোকি সাকাই এবং মায়া ইয়োশিদা।

সেনেগাল একাদশ খাদিম নাদিয়াই, কালিদু কুলিবালি, সালিফ সানে, সাদিয়ো মানে, ইউসুফ সাবালি, আলফ্রেদ নাদিয়াই, ইসমাইলা সার, মুসা ওয়াগি, মাবায়ে নিয়াং, বাদু নাদিয়াই এবং ইদ্রিসা গিইয়ে।

বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close