• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অগ্রিম টিকিটের শেষ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে ও বাইরে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আজ রোববার (১২ আগস্ট) দেওয়া হচ্ছে ২১ আগস্টের টিকিট। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও অনেকেই শনিবার (১১ আগস্ট) বিকেল থেকেই লাইনে দাঁড়িয়েছেন।

আজ দীর্ঘ লাইন থাকলেও, চাহিদা অনুযায়ী টিকিট পাওয়ার বিষয়ে আশাবাদী প্রত্যাশীরা। তবে কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকিট পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে, টিকিট কালোবাজারি রোধে করতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তৎপর রয়েছে।

এদিকে আগামী ১৫ আগস্ট থেকে ঢাকা ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

ঈদুল আজহা উপলক্ষে এবার প্রতিদিন কমলাপুর থেকে সারা দেশের বিভিন্ন রুটে ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। যার মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

/এসএম

অগ্রিম টিকিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close