• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাউন্টারেও বিক্রি হবে বুধবারের ট্রেনের টিকিট

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৪, ২০:২৩
নিজস্ব প্রতিবেদক

এবার ঈদযাত্রার অগ্রিম টিকিট অনলাইনে শতভাগ বিক্রি হয়েছে। মঙ্গলবারের (৯ এপ্রিল) টিকিট আগেই বিক্রি হয়েছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও ঈদযাত্রার ট্রেন ছাড়বে বাংলাদেশ রেলওয়ে। আর এই দিনের টিকিট অনলাইন ও কাউন্টার মিলিয়ে বিক্রি হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবারের ট্রেনের টিকিট অনলাইন ও স্টেশন কাউন্টারে উভয় উপায়েই শতভাগ বিক্রি হবে। যে যেখান থেকে টিকিট নিতে পারেন।

ঈদুল ফিতর উপলক্ষে এর আগে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ। আর ফিরতি যাত্রার টিকিট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হয় ৩ এপ্রিল, যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

ঈদযাত্রা,অগ্রিম টিকিট,রেলওয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close