• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১০:৫৬
হিলি প্রতিনিধি

কোরবানীর ঈদকে সামনে রেখে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। চাহিদা বেড়ে ওঠার পাশাপাশি হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে আমদানি বেড়েছে ভারতীয় পেঁয়াজের। এদিকে বন্দরের পাইকারি বাজারে মাত্র ৩ দিনের ব্যবধানে প্রকারভেদে দাম কমেছে কেজিতে ৬ থেকে ৭ টাকা। গেলো শনিবারে যে পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ২৭ থেকে ৩১ টাকা। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

ঈদে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতেই বেশী বেশী এলসি জমা দিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। ফলে ভারতের নাসিক, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, পান্জাব, ইন্দ্র থেকে প্রতিদিন ৭৫ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে। ঈদের আগেই পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা।

এদিকে বন্দর সুত্রে জানা গেছে, হিলি স্থলবন্দর দিয়ে গত ৯ কর্মদিবসে ভারতীয় ৫৯৫ ট্রাকে ১২ হাজার ৪শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও ৫ কর্মদিবসেই ৩৮০ ট্রাকে পেঁয়াজ আমদানি হয়েছে ৭ হাজার ৭৮৮ মেট্রিকটন।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপ সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ঈদের আগে পাইকারি বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে।

/পি.এস

হিলি,পেঁয়াজ,আমদানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close