• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শনিবার যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্যপ্রক্রিয়ার কর্মসূচি ঘোষণা

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০২ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৫
নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে একমত হয়েছে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া। আগামী শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের আ স ম রব বলেন, ‘অবিলম্বে জাতীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আজ একত্রিত হয়েছি। ১ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের বাসার বৈঠকের ধারাবাহিকতায় আজকের এ বৈঠক।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে রবের উত্তরার বাড়িতে বৈঠক শুরু হয়। এতে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার মহাসচিব মেজর অব. আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার প্রমুখ নেতারা অংশ নেন।

-একে

ড. কামাল হোসেন,বদরুদ্দোজা চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close