• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বাবার শাস্তি সন্তান পাবে সেটা কাম্য নয়’

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯
নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাবিরোধীদের সন্তানদের প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাবার শাস্তি কেন সন্তান পাবে। স্বাধীনতাবিরোধী যে তার শাস্তি হতে পারে। কিন্তু তার সন্তান কেন শাস্তি পাবে? কাজেই স্বাধীনতাবিরোধীর কোনো সন্তান শাস্তি পাক এটা কাম্য নয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিফবি) এর ১১ সদস্যের টিম অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোটা প্রসঙ্গেও অর্থমন্ত্রী বলেন, কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, নারীদের জন্য কোটা রাখা হবে না। কোটাবিরোধী আন্দোলনে নারীদের কণ্ঠ ছিল জোরালো। তাই নারীদের কোটা আগে বাতিল হবে।

তিনি আরও বলেন, আমি নারী কোটা অপরিবর্তিত রাখার কথা বলেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী তখন আমাকে বলেছিলেন, আমি আগে বাতিল করব মেয়েদের কোটা। কারণ, এই কোটা বাতিলের পক্ষে তাদের চিৎকার ছিল সবচেয়ে জোরালো।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিলের পক্ষে শক্ত অবস্থানে আছেন। কাজেই কোটা বাতিল হবেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল।

ওএফ

অর্থমন্ত্রী,স্বাধীনতাবিরোধী,কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close