• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেড় থেকে দুই শতাংশ জিডিপি বাড়াবে পদ্মাসেতু: কাদের

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ২০:৪২
মাদারীপুর প্রতিনিধি

পদ্মাসেতু হলে জিডিপি দেড় থেকে দুই শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এদিন সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু হলে সারাদেশের জন্যই সুবিধা হবে।

মন্ত্রী আরও বলেন, আমরা এখানে নির্বাচনী জনসভা করতে আসিনি। এটা প্রধানমন্ত্রীর নিজের এলাকা। তিনি এই এলাকাকে খুব ভালোবাসেন। এখানের মানুষও প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসেন। আমার বিশ্বাস এখানে আমরাই নির্বাচনে জয়লাভ করবো।

এদিন সেতুমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, রোববার (১৪ অক্টোবর) জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মাসেতুর নামফলক উন্মোচন, এন-৮ মহাসড়কের ঢাকা-মাওয়া ও পাঁচ্চর-ভাঙ্গা অংশের উদ্বোধন, মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ও পদ্মাসেতু প্রকল্পে সার্বিক অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/রবিউল

পদ্মাসেতু,জিডিপি,ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close