• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের সাথে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: মাসাকাদজা

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ১১:১৮
ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরে দুইটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।দক্ষিণ আফ্রিকা সফরের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর আশা হ্যামিল্টন মাসাকাদজার কণ্ঠে।

বুধবার(১৭ অক্টোবর) মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন শেষে জিম্বাবুয়ের অধিনায়ক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের দলে কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারও আছে। আমাদের জেতার সামর্থ্য রয়েছে।’

সম্পর্কিত খবর

    এর আগেও অনেকবার বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আর সেটাই মাসাকাদজাকে আত্মবিশ্বাসী করে তুলেছে, ‘ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল। এখানে খেলা সব সময়ই কঠিন। তবে আমরা অন্য দেশের তুলনায় বাংলাদেশে বেশি ম্যাচ খেলেছি। আর এটাই মানসিকভাবে এগিয়ে রাখছে আমাদের।’

    সাকিব আর তামিম না খেললেও মাসাকাদজার চোখে বাংলাদেশ খুবই শক্তিশালী দল, ‘সাকিব-তামিম অনেক বড় মাপের ক্রিকেটার। তারা অনেক দিন ধরে খুব ভালো খেলছে। তবে সাকিব-তামিম না খেললেও বাংলাদেশ শক্তিশালী দল। তাদের কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে।’

    বোর্ডের সঙ্গে ঝামেলায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি সিকান্দার রাজা। তবে ঝামেলা মিটিয়ে বাংলাদেশ সফরে এসেছেন এই ব্যাটসম্যান। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ফিরে পেয়ে মাসাকাদজা দারুণ খুশি, ‘রাজা দলের সঙ্গে যোগ দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সে দলের সাফল্যে অবদান রাখতে পারবে।’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close