• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ধর্মঘটের নামে উচ্ছৃঙ্খলতা রোধে নির্দেশনা কেন নয়, হাইকোর্টের রুল

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১৭:০৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে সময় ড্রাইভারদের মুখে কালি মাখিয়ে দেওয়া, অ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশু মৃত্যুসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়ে জবাব দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ধর্মঘটের নামে এধরনের বিশৃঙ্খলার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বুধবার (৩১ অক্টোবর) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার, মৌলভীবাজার ও সুনামগঞ্জের দুই ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

/একে

ধর্মঘট,হাইকোর্ট,কালি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close