• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৮, ১৭:১২ | আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৭:৩২
স্পোর্টস ডেস্ক

অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে ভর করে ঢাকা টেস্টের প্রথম দিন স্বস্তিতে শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান। সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রানে অপরাজিত রয়েছেন।

শনিবার দ্বিতীয় দিনে সকাল ৯ টা ৩০ মিনিটে দুই অপরাজিত ব্যাটসম্যান ব্যাট করতে নামবেন। প্রথম দিনে বাংলাদেশের পক্ষে অভিষিক্ত সাদমান ইসলাম ৭৬ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে দেবেন্দ্র বিশু ২ উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। এ ম্যাচে বাংলাদেশ দলের হয়ে টেস্টে অভিষেক হয় ওপেনার সাদমান ইসলামের। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল নিষিদ্ধ থাকার কারণে এ ম্যাচ খেলতে পারছেন না।

দিনের প্রথম সেশনের ১৬ তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রস্টন চেজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ৪২ বলে ১৯ রান করেন তিনি। সৌম্য সরকার ও অভিষিক্ত সাদমান ইসলাম ওপেনিংয়ে ৪২ রানের জুটি গড়েছিলেন।

অভিষিক্ত ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হকের দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রানের জুটি লাঞ্চের আগে শেষ ওভারেই ভেঙ্গে যায়। পেসার কেমার রোচের বলে বড় শর্ট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল। ৪৬ বল মোকাবেলায় ২৯ রান করেন তিনি। তাঁর বিদায়ের সঙ্গেই লাঞ্চ বিরতির ঘোষণা আসে। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮৭ রান।

নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার সাদমান ইসলাম। ধৈর্যশীল ইনিংসে সাদমান খেলেন ১৪৭ বল খেলে হাফ সেঞ্চুরি করেন।এরপর সৌম্য ও মুমিনুলের পথেই হাঁটেন মিঠুন। স্পিনার দেবেন্দ্র বিশুর বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তৃতীয় উইকেট জুটিতে অভিষিক্ত সাদমানের সঙ্গে গড়েন ৬৪ রানের জুটি। ৬১ বল মোকাবেলায় খেলেন ২৯ রানের ইনিংস খেলেন তিনি।

অভিষেক ম্যাচে স্পিনার দেবেন্দ্র বিশুর দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাদমান ইসলাম। ১৯৯ বল মোকাবেলা করে ৭৬ রানের ইনিংস খেলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। দ্বিতীয় সেশনে ৮৮ রানে দুই উইকেট হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টে নামার আগে ৬৫ টেস্টে মুশফিকের রান ছিল ৩৯৯২। আজ ৮ রান করেই চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এর আগে ওপেনার তামিম ইকবাল চার হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। তামিমের রান ৪০৪৯।

চা বিরতির পর তৃতীয় সেশনের শুরুতেই বিদায় নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২৪ বলে ১৪ রান করে ক্যারিবীয় পেসার শিমরান লুইসের বলে বোল্ড হন তিনি। ক্যারিয়ারের ২৪ তম টেস্ট হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

/রবিউল

সাকিব আল হাসান,মাহমুদউল্লাহ রিয়াদ,ঢাকা টেস্ট,সাদমান ইসলাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close