• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৬ ডিসেম্বর যেসব সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৮
নিজস্ব প্রতিবেদক

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীরশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিশিষ্টজনসহ সর্বস্তরের জনগণ। সকলের যাতায়োতের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে ওই দিন ভোর সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ কারণে সেদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় যানবাহনের চালক অথবা ব্যবহারকারীদের বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক

১. গাবতলী-আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড এড়িয়ে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে হবে।

২. আরিচা অথবা পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলো নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় আসতে হবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে।

/পিবিডি/আরাফাত

যান চলাচল,ডিএমপি,বিজয় দিবস,১৬ ডিসেম্বর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close