• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইপিএলে দল পাননি মুশফিক, অপেক্ষায় রিয়াদ

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:২১
স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত ফর্মে আছেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তার ব্যাটটা যেন এখন রানমেশিন। কিন্তু আইপিএলের নিলামে সাম্প্রতিক ফর্মটা বিবেচনায় এলো না একেবারেই। দলই পাননি মুশফিক।

আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে ২০জন বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা ছিল। জয়পুরে মঙ্গলবারের (১৮ ডিসেম্বর) নিলামে মুশফিকুর রহিমকে নিল না কোনও দলই। মুশফিকুর রহিমের নাম ঘোষণার পর কোনও দলই আগ্রহ দেখাননি কেনার জন্য।

সম্পর্কিত খবর

    বাংলাদেশ থেকে এবার আইপিএল নিলামে অংশ নেওয়া ক্রিকেটারের সংখ্যা ছিল দু’জন— মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। দু’জনেরই বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তবে মুশফিকুর রহিম দল পেলেন না। ইংল্যান্ডের স্যাম কুরানকে ৭.২ কোটি টাকায় কিংস ইলেভেন প্রথমে কেনে। তারপরে লুক রনচি আনসোল্ড থাকেন।

    তারপরেই মুশফিকুর রহিমের নাম উঠে। তাকে কিনতে কোনও ফ্র্যাঞ্চাইজি-ই দর হাঁকেনি। ফলে তিনি অবিক্রীত থাকেন। এর আগে ২০১৬ আইপিএল নিলামেও অংশ নিয়েছিলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। সেবারেও তাকে কেনেনি কোনও দল।

    মাহমুদউল্লাহ অবশ্য এখনও নিলামের দাঁড়িপাল্লায় চড়েননি। বুধবার (১৯ ডিসেম্বর) তিনি উঠবেন নিলামে। তিনি দল পান কিনা, সেটাই আপাতত দেখার। সাকিব আল হাসান নিলামে উঠছেন না, তাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।

    মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, এবার তাকে আইপিএলেই দেখা যাবে না।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close