• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেবাস থেকে বাদ পড়লো প্রাচীনতম উত্তেজক উপন্যাস

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৭, ১৬:০৪ | আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৬:১৩
আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষার্থীদের মধ্যে পাপবোধ ও নেতিবাচক প্রভাব ফেলবে এমন চিন্তা থেকে ২৭০ বছর পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে ইংরেজি ভাষায় লেখা প্রথম যৌন উত্তেজক উপন্যাস ‘ফ্যানি হিল’ বাদ দেয়া হয়েছে।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ হওলে বলেন, দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ‘ফ্যানি হিল’কে পাঠ্য হিসেবে পড়ানো হয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পাঠ্যক্রম থেকে এটি বাদ দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

    যৌনতা ও বক্তব্যের স্বাধীনতা বিষয়ক এক আলোচনায় কথা বলতে গিয়ে অধ্যাপক ড. হওরে আরো বলেন, যেকোন পাঠ্যসূচিতে পর্নোগ্রাফি কন্টেন্ট থাকলে তা শিক্ষার্থীদের নৈতিকস্খলনের জন্য বড় কারণ হতে পারে। যা সামাজিক সম্পর্কসমূহের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

    ১৭৪৮ সালে বইটি প্রকাশের পর থেকে এর উত্তেজক কনটেন্টের জন্য পাঠকরা আঁতকে উঠতেন। তাই বইটি এখনও বিশ্বের অন্যতম নিষিদ্ধ বই হিসেবে রয়ে গেছে। অবশ্য এই বই প্রকাশের পর লন্ডনের চার্চের যাজক ও সমালোচকরা বেশ চটেছিলেন।

    ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত লেখক লন্ডনের জেলে বসে বইটি লিখেছিলেন। একজন বয়স্ক পতিতার কলঙ্কময় জীবনে ঘটে যাওয়া নির্মম ও বাস্তব কিছু ঘটনাই বইটির মূল গল্প, যা ওই পতিতার স্মৃতিচারণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close