• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ব্রিটিশ প্রধানমন্ত্রীর টুইটে শিরীন শারমিন

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১০:৩৭ | আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১২:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশ নিতে বর্তমানে লন্ডনে আছেন। এই সম্মেলনের ফাঁকে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে তাদের দেখা হয়। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশ করা হয়। এতে প্রথম ছবিটিই প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর।

থেরেসা মে টুইটে লিখেছেন, ‘গত রাতে এখানে আসা নারীরা বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন। আমাদের জীবন-যাপন আলাদা, বিশ্বাস আলাদা। কিন্তু সবাই আমরা জনগণের জন্য কাজ করছি।’

নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনটি আয়োজন করে হাউস অব কমন্স।

/এসএম

ড. শিরীন শারমিন চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close