• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শরিকদের ৬৫-৭০ অাসন ছাড়বে আ’লীগ

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৮:৪৬ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:৫৫
নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের ৬৫-৭০টি আসন ছেড়ে দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শরিক দলগুলো তাদের প্রার্থীদের তালিকা জমা দিয়েছে। এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্তের পরপরই মনোনয়নপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মহাজোটের শরিকদের ৬৫-৭০ অাসন ছেড়ে দেয়া হবে। জাতীয় পার্টিসহ মহাজোটের শরিকদের তালিকা অনেক অাগেই পেয়েছি। অামাদের দলের তালিকা চূড়ান্ত করছি। এরপর শরিকদের সঙ্গে বসবো।

কাদের বলেন, শরিকদের প্রত্যাশা অনেক। অ্যালায়েন্স'র (জোট) বিষয়টি অামরা মাথায় রেখেছি। অল্পদিনের মধ্যেই তাদের সঙ্গে বসে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

সেতুমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কপোর্রেশনের পদে থেকে যারা অাবেদন করেছেন তারা মনোনয়ন পাবেন না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দল তাদের মনোনয়ন দেবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যত চক্রান্ত ও ষড়যন্ত্রই হোক, এই নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। নির্বাচন বানচালের চেষ্টা করলে বাংলাদেশের জনগণই তা প্রতিহত করবে।

/আরাফাত

আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close