• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জগা খিচুড়ি ঐক্য জোট কি থাকবে, প্রশ্ন কাদেরের

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১১:৫০
মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পদ্মা সেতু দৃশ্যমান। ৬০ ভাগ কাজ শেষ হয়ে গেছে পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে পদ্মা সেতু তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে গত ৪৩ বছর বয়সে এমন সাহসী নেতার জন্ম হয়নি। বাংলাদেশে গত ৪৩ বছরে দক্ষপ্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশের ৪৩ বছর বয়সে সৎ ও পরিশ্রমী রাষ্ট্রনেতা শেখ হাসিনা। তিনি মানুষের সবচেয়ে আপনজন।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জাতিসংঘে মহাসচিবের নামে যে চিঠির কথা বলেছিল তা ছিল ভুয়া। এটা প্রমাণিত হয়েছে। তাদের নাম আজ বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু নালিশ করে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, নৌমন্ত্রী শাজাহান খান প্রমুখ।

কাদের জনসাধারণের উদ্দেশ্যে প্রশ্নে রেখে বলেন, এ জগা খিচুড়ি ঐক্য জোট কি থাকবে? এ জগা খিচুড়ি ঐক্য জোট কি মানুষ বিশ্বাস করে? ভুয়া, ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি। কোটা আন্দোলনে করলো ব্যর্থ, ছাত্র-ছাত্রীদের সড়ক আন্দোলনে ভর করে ব্যর্থ হলো। এরা জাতিসংঘের মহাসচিবের ভুয়া চিঠি প্রচার করে। এ চিঠির পরে প্রমাণ হলো ফখরুল ইসলাম আলমগীর এ চিঠির কথা বলে জাতিসংঘে গিয়ে তৃতীয় পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে। জাতিসংঘের মহাসচিব তখন ঘানায় অন্তেষ্টিকিয়ায়। জাতিসংঘের মহাসচিবের নামে যে চিঠির কথা বলা হয়েছে, তা ভুয়া।

তিনি সমাবেশে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নে রেখে বলেন, এখন মার্কা কি? জবাব আসে নৌকা। তখন তিনিও বলতে থাকেন মার্কা নৌকা।

তিনি এসময় কাব্য করে বলেন, আবার যদি ইচ্ছা করে আসি ফিরে, দুঃখ হাসির পদ্মা নদীর তীরে।

ওবায়দুল কাদের,ঐক্য জোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close