• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝালকাঠির ২টি আসনে মাঠে আ.লীগ-বিএনপির প্রার্থী, নেই অন্যরা

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫
ঝালকাঠি প্রতিনিধি

একদাশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির ২টি আসনে পাঁচদলে পাঁচজন করে মোট ১০ জন প্রার্থীতা পেলেও মাঠে আছেন চারজন। আ.লীগ ও বিএনপি ছাড়া অন্যদলের কোন প্রচারণা নেই আসন দুটির কোথাও। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রর্থীর পক্ষে জেলা শহরে দু’দিন মাইকিংয়ের শব্দ শোনা গেছে। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর ব্যানার বা পোস্টার লাগানো হয়নি।

ঝালকাঠি-১ আসনে জাপা প্রার্থী এম.এ কুদ্দুস খান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী প্রবীর কুমার মিত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনে জাপা প্রার্থী এমএ কুদ্দুস খান ন্যাশনাল পিপলস পার্টির মো. জাহাঙ্গীর হোসেন খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রতীক পাওয়ার পর কোন প্রকার গণসংযাগও করতে দেখা যায়নি।

সম্পর্কিত খবর

    ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের বজলুল হক হারুন ও বিএনপির মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম এবং ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু ও জীবা আমিনা খান প্রচার প্রচারণায় জেলাজুড়ে নির্বাচনী আমেজ বইছে।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close