• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উবার হ্যাকে ২০ বছরের এক তরুণ

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

গত বছর একটি হ্যাকিংয়ের ঘটনায় উবারের ৫ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরি হয়েছিল। তবে এ বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিল উবার। হ্যাকিংয়ের ঘটনা চেপে রাখতে হ্যাকারকে ১ লাখ ডলারও দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যম রয়টার্স একটি প্রতিবেদনে জানিয়েছে, বড় ধরনের এই হ্যাকিংয়ের পেছনে ছিল ফ্লোরিডার ২০ বছর বয়সী এক তরুণ। বাগ বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে তাকে এক লাখ ডলার পরিশোধ করা হয়েছিল। শর্ত ছিল হ্যাকিংয়ের ঘটনা চেপে রাখতে হবে এবং হ্যাক করা তথ্যও ফাঁস করা যাবে না।

সম্পর্কিত খবর

    এর আগে হ্যাকিংয়ের ঘটনায় অর্থ পরিশোধের কথা স্বীকার করলেও হ্যাকারের পরিচয় এবং কীভাবে এ অর্থ পরিশোধ করা হয়েছিল, তা সম্পূর্ণ গোপন রাখে উবার। উবারের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনা এবং হ্যাকারকে বাগ বাউন্টির মাধ্যমে অর্থ পরিশোধের ব্যাপারটি সম্পর্কে অবগত ছিলেন উবারের সাবেক সিইও ট্রাভিস কালানিক।

    সিস্টেমে কোনো ত্রুটি রয়েছে কিনা, এমন তথ্য জানার জন্য প্রযুক্তিভিত্তিক প্রায় সব প্রতিষ্ঠানেরই বাগ বাউন্টি প্রোগ্রাম রয়েছে। এর অধীনে কেউ কোনো বাগ বা ত্রুটি ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হয়।

    রয়টার্সের এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, হ্যাকারের পরিচয় জানতেই মূলত তাকে অর্থ পরিশোধের উদ্যোগ নেয় উবার। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার জন্য তার কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয়। হ্যাকার সব তথ্য মুছে ফেলেছে কিনা নিশ্চিত হওয়ার জন্য তার কম্পিউটারে ফরেনসিক অ্যানালাইসিস করা হয়েছিল।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close