• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বোরখা না পরা মেয়েরা খোলা তরমুজের মতো’

প্রকাশ:  ২০ মার্চ ২০১৮, ২১:৩৯ | আপডেট : ২০ মার্চ ২০১৮, ২১:৪৪
আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন কেরালার এক অধ্যাপক।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কেরালার কোঝিকোড়ের ফারুক ট্রেনিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জহ্বোর মুনাভির টি সেখানকার ছাত্রীদের পোশাক সম্পর্কে বলেন, এখানকার ছাত্রীরা ৮০ শতাংশই মুসলিম, কিন্তু কেউই ইসলাম ধর্ম মেনে পোশাক পরছেন না। বোরখা না পরে, মূলত স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখছেন। যার ফলে বক্ষ উন্মুক্তই থাকছে, দেখে মনে হচ্ছে খোলা তরমুজ। পা-ও সঠিকভাবে ঢাকা না দিয়ে, লেগিংস পরে ঘুরে বেড়াচ্ছে ছাত্রীরা। লেগিংস পরার ফলে পা দেখা যাচ্ছে।

সম্পর্কিত খবর

    এতেই ক্যাম্পাস জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। অধ্যাপকের এমন মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়ে গোটা কেরালা। কলেজের গেটে তরমুজ ফাটিয়ে চলে বিক্ষোভ। ক্যাম্পাস ছাড়িয়ে প্রতিবাদ ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। অধ্যাপকের এমন নোংরা মন্তব্যের প্রতিবাদে তরমুজের টুকরো দিয়ে বুক ঢেকে একের পর এক টপলেস ছবি পোস্ট করতে থাকে ছাত্রীরা।

    কলেজের প্রিন্সিপ্যাল জানিয়েছেন, ওই মন্তব্য কলেজের বাইরে কোথাও করেছেন ওই অধ্যাপক। ফলে কলেজে কোনও অভিযোগ জমা পড়েনি। তাই কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার কোনও প্রশ্ন উঠছে না।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close