• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'রাজনীতিতে সুরঞ্জিত সেনের মতো নেতা আরও প্রয়োজন'

প্রকাশ:  ১৬ মে ২০১৮, ১০:৪৮ | আপডেট : ১৬ মে ২০১৮, ১১:০৭
নিজস্ব প্রতিবেদক

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের ভুমিকা শীর্ষক সেমিনার। ১৩ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের একটি মিলনায়তনে এ উপলক্ষে হাজির ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশীরা।

রুহেল চৌধুরীর সভাপতিত্বে ও সুব্রত তালুকদারের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন তোফায়েল চৌধুরী, আব্দুর রহিম বাদশা, সুব্রত বিশ্বাস, সাখাওয়াত আলী, হাজী এনাম প্রমুখ । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক, ও কলামিস্ট পীর হাবিবুর রহমান। তিনি প্রয়াত নেতার বিভিন্ন কর্ম যোগ্যতার দিক তুলে ধরে বলেন “ সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন প্রবীণ রাজনীতিক, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এবং সাধারণ জীবনযাপনকারী একজন আদর্শবাদী রাজনীতিক। মানুষ হিসেবে তিনি ছিলেন অতি সাধারণ আর সুবক্তা। আর জনপ্রিয় নেতা হবার কারণেই তিনি বার বার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর

    তিনি আরও বলেন বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তার মতো নেতার বড়ো প্রয়োজন। তার শূন্যতা পূরণ হবার নয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close