• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১০০ টাকায় এক কেজি ইলিশ!

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ১৫:৩৫
মুন্সীগঞ্জ প্রতিনিধি

১০০ টাকায় মিলছে এক কেজি পরিমাণ ইলিশ। আর সব বড় ব্যাপার হচ্ছে এলাকায় বাজার থাকলেও বাজারে নেই কোন ইলিশ, বাড়িতে বসেই কেনা যাচ্ছে ইলিশ। বস্তায় করে ইলিশ বিক্রি করছে অনেক জেলে। যে ইলিশ গত সপ্তাহেও ছিল ১০০০ থেকে ১২০০ টাকা কেজি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) এমনটি দেখা গেছে মুন্সীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের।

জেলেরা যেনো ইলিশ শিকার না করতে পারে সারাদেশে অভিযান চলছে । প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে গত ৭ অক্টোবর। অমান্য করে যাতে জেলেরা ইলিশ শিকার না করতে পারে এ অভিযান চলছে।

কিন্তু দিনে অভিযান চললেও রাতে লৌহজংয়ে পদ্মা নদী হয়ে পড়ছে অরক্ষিত। এ সুযোগে কিছু জেলে অবাধে ইলিশ শিকার করছে। কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া এবং জেলা প্রশাসনের নির্বাহী হাকিম না থাকায় গতকাল কোনো অভিযান চালানো সম্ভব হয়নি বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার।

এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাওয়া নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

উল্লেখ্য, গত পাঁচ দিনের মধ্যে মাত্র এক দিন ভ্রাম্যমাণ আদালত পদ্মা নদীতে অভিযানে নামে। গত বুধবার অভিযান চালিয়ে ২৪ জেলেকে জেল ও জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ,ইলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close