• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেষ দেখে ছাড়ব, প্রার্থীতা ফিরে না পেয়ে দুলুর ক্ষোভ

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিল শুনানির প্রথমদিনে দুলুর মনোনয়ন অবৈধই রাখে নির্বাচন কমিশন।

এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতা বলেন, আমি দমে যাচ্ছি না। এর শেষ দেখে ছাড়ব। উচ্চ আদালতে আপিল করবো।

ইসির প্রতি ক্ষোভ প্রকাশ করে দুলু বলেন, আমি ন্যায়বিচার পাইনি। সুপরিকল্পিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলে কনভিকশন আছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করেন। গত ৪ ডিসেম্বর তিনি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

পিবিডি/আরাফাত

রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close