• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘রাজনীতিবিদদের আয় বাড়লে দোষের কি আছে?’

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:০৯
আশরাফুল আলম খোকন
ফাইল ছবি

যারা বলেন অমুকের গত ১০ বছরে আয় বেড়েছে এতো গুণ .... আগে ছিল এতো, এখন হয়েছে এতো। ওনারাই আবার কথায় কথায় দেশের উন্নতির জন্য গলাবাজি করেন। দেশের উন্নতি হইলে আয় বাড়বে এটাই তো স্বাভাবিক।

আপনি বুকে হাত দিয়ে বলেন তো গত ১০ বছরে আপনার আয় বেড়েছে না কমেছে। সবার যদি আয় বেড়ে থাকে তাহলে রাজনীতিবিদদের আয় বাড়লে দোষের কি আছে? রাজনীতিবিদরা অযোগ্য আর আপনি খুব বেশি যোগ্য, এইরকম মনে করলে কিছু বলার নাই। আর রাজনীতি করলেই সবাইকে ফকিন্নি হইতে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে নাকি ?

দশ বছর আগে যেই খরচে জীবন যাপন চলতো, এখনতো সেই খরচে চলে না, তাই না ? আয় না বাড়লে বাড়তি খরচ ম্যানেজ করেন কিভাবে ? নিশ্চয় চুরি করেন না।

আর যদি একান্তই গত ১০ বছরে কিংবা দিন দিন আপনার আয় না বাড়ে, মনে করবেন আপনি অযোগ্য অথর্ব। অন্যের আয়ের উপর হিংসা করবেন না।

নোট:- যদি কেউ অবৈধ উপায়ে করে, সেটা শুধু রাজনীতিবিদ না যে কারো বিষয়ে কথা বলার অধিকার সবার রয়েছে।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

পিবিডি/আরাফাত

আশরাফুল আলম খোকন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close