• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সবাই চাচ্ছে তবে আগে পরিচালক নির্বাচিত হই

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৩ | আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৫
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আর থাকতে চান না, বেশ কয়েকবারই এমন কথা শোনা গেয়েছিল নাজমুল হাসান পাপনের মুখে। অথচ এবার আবাহনী লিমিটেডের কাউন্সিলর হয়েছেন তিনি। তাই আরেক মেয়াদে তিনি সভাপতি প্রার্থী হবেন কি না, তা জানার ব্যাপক আগ্রহ ছিল অনেকেরই। তবে এ বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কিছুটা ইঙ্গিত দিয়েছেন আবার হয়তো ফিরে আসতে পারেন তিনি।

আগামী ৩১ অক্টোবর বিসিবির নির্বাচন। এরই মধ্যে কাউন্সিলর তালিকা চূড়ান্ত হয়েছে। এই নির্বাচনেই ঠিক আগামী চার বছর কাদের নেতৃত্বে পরিচালিত হবে এই বোর্ড। আবার বিসিবি সভাপতি হিসেবে দেখা যাবে কি না- এমন এক প্রশ্নে জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘সবাই চাচ্ছে। তবে আগে বোর্ড পরিচালক নির্বাচিত হই, তারপর দেখা যাবে।’

সম্পর্কিত খবর

    গত মেয়াদের দায়িত্বে নিজেকে সফল বলে দাবি করেন পাপন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা আমাদের স্বীকার করতেই হবে, আমাদের জাতীয় দল গত দুই বছেরে দারুণ কিছু সাফল্য পেয়েছে। বিশেষ করে ওয়ানডেতে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম। এরপর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারানো, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠা আমাদের বড় অর্জনই বটে।’

    তবে র‍্যাংকিংয়ে আরো উন্নতির আক্ষেপ ছিল তাঁর, ‘আমার চাওয়া ছিল বাংলাদেশ ওয়ানডে র‍্যাংকিংয়ে পাঁচে উঠবে। আপাতত তা হয়নি, তবে সামনে হয়তো আরো ভালো কিছু হবে।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close