• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রেরণা দেবে এই সংবর্ধনা

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ২২:৩৬
সম্রাট কবির

আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে কিশোরী ফুটবলাদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রত্যেক সদস্যকে ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। ২৩ খেলোয়াড়ের সঙ্গে ১০ অফিসিয়ালও পেয়েছেন এ অর্থ পুরস্কার।

এর আগেও প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধিত হয়েছেন তিনি।আবারো হলেন। গত বছরের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন। বৃহস্পতিবার বিকালে তাদের গণভবনে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের অনুভূতি জানাতে গিয়ে আঁখি বলেন, ‘ আমরা খুশি, প্রধানমন্ত্রীও খুশি।’

সম্পর্কিত খবর

    তিনি আরো বলেন, ‘ উনি আমাদের খেলা দেখেছেন। আমি যখন তার কাছে যাই, তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তুমি তো অনেক লম্বা। এখন আমরা আরও ভালো খেলবো। আমি মনে করি, প্রেরণা দেবে এই সংবর্ধনা।’

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেয়েদের খেলার প্রশংসা করেছেন। তাদের হাতে এক ল টাকা করে চেকও তুলে দিয়েছেন। এ নিয়ে বয়সভিত্তিক আসরে সাফল্যের জন্য মেয়েরা দু’বার প্রধানমন্ত্রীর সাাৎ পেলেন।

    অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘ আমরা সবাই খুব খুশি। সবাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমরা যেন দেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারি সেভাবে খেলতে। আমরা তার কথায় অনুপ্রাণিত। আরও ভালো খেলার প্রেরণা পেয়েছি।’

    সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close