• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোনালদোর পর রিয়াল ছাড়ছেন বেঞ্জিমা !

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১২:০৫
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ সফর শেষ করে দলবদল করেছেন রোনালদো৷ এবার কি সেই পথে হাঁটতে চলেছেন রিয়ালে তাঁর সতীর্থ করিম বেঞ্জিমা? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ফুটবলবিশ্বে৷ মাদ্রিদের আক্রমণে বেশ কিছু পরিবর্তন হলেও শেষ ৯ বছর রোনালদো-বেঞ্জিমা জুটিকে ছাড়া মাঠে নামার কথা ভাবেনি রিয়াল৷ সিআর সেভেন ক্লাব পরিবর্তন করার এক সপ্তাহের মধ্যে সেই পথেই হাঁটতে চলেছেন বেঞ্জিমা! ইতালির সংবাদমাধ্যমে ছড়িয়েছে এই খবর৷

স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৭৬ ম্যাচে ১২৭ গোল রয়েছে স্পেনের এই স্ট্রাইকারের৷ ইতালিরই ক্লাব এসি মিলান বেনজেমাকে দলে টানতে চাইছে বলে খবর ছড়িয়েছে৷ ওই দেশের সংবাদ মাধ্যমের মতে ক্লাবের কর্তাদের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে বেঞ্জিমার৷ রোনালদোর পর নিজেদের দেশের প্লেয়ারকে হারালে আক্রমণভাগ অনেকটাই দুর্বল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

সম্পর্কিত খবর

    কয়েকদিন আগেই ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজের তারকা ফুটবলার রোনালদো৷ নতুন ক্লাব জুভেন্টাসে সপ্তাহে সাড়ে চার কোটি টাকা পেতে চলেছেন সিআর সেভেন৷ রিয়াল মাদ্রিদের সঙ্গে ন’বছরের সম্পর্ক ছেদ করে এবার ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে রোনালদোকে৷

    সুতরাং স্পেন নয়, ইতালিই এখন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়ের নতুন ঠিকানা৷ এই মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো এবং বেঞ্জিমা৷ শুধু তাই নয় স্প্যানিশ ক্লাবটির হয়ে টানা তিনবার এবং মোট চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির রয়েছে বেঞ্জিমার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close