• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্যারিবিয়ানদের হারিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসালো ভারত

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৬:২৯
স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড স্পর্শ করলো ভারত৷ অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে টানা ১০টি সিরিজ জিতে অজিদের রেকর্ড স্পর্শ করল টিম ইন্ডিয়া৷ দু’ টেস্টের সিরিজে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ সিরিজ জেতে ভারত৷ বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া৷

রাজকোটে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও ২৭২ রানে জেতার পর রবিবার হায়দরাবাদে দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জেতে ভারত৷ দু’টি টেস্টেই তিন দিনে ক্যারিবিয়ানদের শেষ করে হাসতে হাসতে টেস্ট জিতে নেয় বিরাট বাহিনী৷ উমেশ যাদবের ভয়ঙ্কর বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা৷ মাত্র ১২৭ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস৷ প্রথম ইনিংসে ৫৬ রানে এগিয়ে থাকা ভারত ৭২ রান তাড়া করতে নেমে মাত্র ১৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয়৷ সেই সঙ্গে ঘরের মাঠে টানা ১০টি টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করল ভারত৷

সম্পর্কিত খবর

    এর আগে দ্বিতীয়বার এই রেকর্ড গড়েছে অস্ট্রলিয়া৷ ১৯৯৪-৯৫ থেকে ২০০০-০১ এবং ২০০৪ থেকে ২০০৮-০৯ দু’বার ঘরের মাঠে ১০টি করে টেস্ট সিরিজ জিতেছে অজি বাহিনী৷ আর ভারতের এই জার্নি শুরু হয়েছিল ২০১২৷ অর্থাৎ গত ছ’ বছরের ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া৷ ঘটনাচক্রে ভারতের এই রেকর্ডের প্রথম জয় এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই৷ ২০১২-১৩ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-০ হারিয়েছিল ভারত৷ তার পর ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (২০১৩-১৪), দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (২০১৫-১৬), নিউজিল্যান্ডের বিরুদ্ধে (২০১৬-১৭), ইংল্যান্ডের বিরুদ্ধে (২০১৬-১৭), বাংলাদেশের বিরুদ্ধে (২০১৬-১৭), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০১৬-১৭), শ্রীলঙ্কার বিরুদ্ধে (২০১৭-১৮)৷ আর চলতি বছরে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে ভারতের দু‘টি পাওনা৷ পৃথ্বীর আগমন ও উমেশের প্রত্যাবর্তন৷ অভিষেক টেস্ট সেঞ্চুরি করে নজর গড়েছেন মুম্বাইয়ের বছর আঠারোর ডানহাতি পৃথ্বী৷ দু’ টেস্টের সিরিজে তিনটি ইনিংসে ২৩৪ রান এসেছে পৃথ্বীর ব্যাট থেকে৷ আর হায়দরাবাদ টেস্টে ১০ উইকেট নিয়ে পাঁচদিনের ক্রিকেটে দারুণভাবে ফিরলেন বিদর্ভের ডানহাতি পেসার৷ কপিল দেব ও জাভাগল শ্রীনাথের পর কোনও ভারতীয় পেসার ঘরের মাঠে ম্যাচের ১০টি উইকেট নেওয়ার নজির গড়লেন উমেশ৷ এর আগে কপিল (১১) ও শ্রীনাথ (১৩টি) দু’জনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১০টির বেশি উইকেট নিয়েছেন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close