• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভাওয়াল কলেজে খাবার দ্বন্দ্বে শিক্ষার্থী জখম, ছাত্রাবাস বন্ধ

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৯
গাজীপুর প্রতিনিধি

ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে শিক্ষার্থীকে কুপিয়ে জখম করায় ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে গাজীপুরের চান্দনায় অবস্থিত ওই কলেজের শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    আহত মো. আসাদুজ্জামান (২৪) ওই কলেজের অনার্স ৪র্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।

    কলেজ সূত্র জানায়, ওই ছাত্রাবাসে দুপুরের খাবার আগে নেওয়াকে কেন্দ্র করে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ফেরদৌসের সঙ্গে আহতের ঝগড়া হয়। পরে কলেজ উপাধ্যক্ষ নূরুজ্জামান খান ও ছাত্রাবাস সুপার কাউসার আলম বিষয়টি মীমাংসা করে চলে গেলে আসাদুজ্জামানকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় ক্লিনিক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কলেজ অধ্যক্ষ জেরিনা সুলতানার ভাষ্য, ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের রাত সাড়ে ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close