• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চুরি হওয়া ২৭ ভরি স্বর্ণ উদ্ধার

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৭
ভোলা প্রতিনিধি

ফেনী থেকে চুরি হওয়া ২৭ ভরি ১৩ আনা স্বর্ণালঙ্কার ভোলার দক্ষিণ আইচা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে দক্ষিণ আইচা থানা পুলিশ চর মানিকা ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে এ স্বর্ণ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার প্রাবাসী আবুল হাসেমের বাসার কাজের ছেলে মো. গিয়াস উদ্দিন বাসার আলমারি থেকে প্রায় ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে প্রবাসী আবুল হোসেনের স্ত্রী বিবি হাজেরা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সম্পর্কিত খবর

    অভিযোগের কোনো কার্যকারিতা না দেখে রোববার তারা মো. গিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি ভোলার দক্ষণ আইচা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।

    দক্ষিণ আইচা থানার এসআই মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই খলিলসহ পুলিশের একটি টিম রোববার রাতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে গিয়াসের বাড়ি থেকে চুরি হওয়া ২৭ ভরি ১৩ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করে। তাবে গিয়াস পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

    সোমবার সন্ধ্যায় ওই পরিবারের কাছে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close