• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৮, ১২:৪২
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নেপালের কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'বৃন্ত'।

বৃহস্পতিবার রাত ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আয়োজকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সম্পর্কিত খবর

    ভিপি জুয়েল রানা বলেন, মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এখানে আমরা নিহতের স্মরণ করতে একত্রিত হয়েছি। তাদের আত্মা শান্তি খুঁজে পাক। স্বজনদের জন্য আমাদের গভীর সমবেদনা।

    বৃন্তের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম জানান, এ কষ্ট মেনে নেওয়ার মতো নয়। এ দিনটি বাংলাদেশ ও নেপাল দুই দেশের জন্যই খুব খারাপ একটি দিন। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেই বিষয়েও সতর্ক হওয়ার অনুরোধ করছি।

    এ সময় গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব-নির্বাচিত ভিপি জুয়েল রানা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন বৃন্তের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম, সভাপতি সাব্বির আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক হাসিব আহমেদ, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়। এতে ৭১ জন যাত্রীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close